বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের প্রতিজ্ঞার অবসান ঘটিযে বাসিয়া নদীর কোল ঘেষে প্রায় ৩৬.৮১ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর বিশ্বনাথ পৌরসভা গঠিত হয়। প্রায় ৪৮৩৭৪ জন্য জনসংখ্যার পৌরসভাকে ০৯ টি ওয়ার্ডে বিভক্ত করে তৎকালীন বিশ্বনাথ উপজেলার মাননীয় নির্বাহী অফিসার মহোদয়কে পৌর প্রশাসক হিসাবে দ্বায়িত্ব দিয়ে পূর্ণ্যভূমি সিলেটের অন্যতম প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার পদযাত্রা শুরু হয়। কাল পরিক্রমায় দু’টি পাতা একটি কুঁড়ির দেশ হযরত শাহজালাল (রহঃ) ও শাহাপরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত বিশ্বনাথ পৌরসভা শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ইতিহাস ও ঐতিহ্যের ক্রম বিকাশ পর্যালোচনা করলে দেখা যায় যে, এখানে মুসলমান ও হিন্দু জমিদারদের আবির্ভাব ঘটেছিল। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্তমান বিশ্বনাথ বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সমূহের জমিদারী পান বাবুরাম জীবন রায় ও তাঁর পুত্র বিশ্বনাথ রায় চৌধুরী। কালক্রমে উক্ত এলাকায় প্রাথমিকভাবে বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বলে সংশ্লিষ্ট জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর নামানুসারে ‘‘বিশ্বনাথ’’ নামকরণ হয়েছিল।