১৪২৯ বঙ্গাব্দ সনের জন্য বিশ্বনাথ পৌরসভাধীন হাট-বাজারসমূহ ০১ (এক) সনা ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি : (১ম হতে ৩য় পর্যায়)

১৪২৯ বঙ্গাব্দ সনের জন্য বিশ্বনাথ পৌরসভাধীন হাট-বাজারসমূহ ০১ (এক) সনা ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি :

(১ম হতে ৩য় পর্যায়)

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভাধীন হাট-বাজারসমূহ কেবলমাত্র ১৪২৯ বঙ্গাব্দ সনের ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১ (এক) বছর সময়ের জন্য ইজারা প্রদানের নিমিত্ত নিম্নলিখিত সিডিউল ও শর্ত মোতাবেক সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে।

০১। সিডিউল প্রাপ্তির স্থানঃ (ক) জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), সিলেট (খ) পুলিশ সুপারের কার্যালয়, সিলেট। (গ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিশ্বনাথ, সিলেট, (ঘ) সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথ এর কার্যালয়, সিলেট, (ঙ) বিশ্বনাথ পৌরসভা কার্যালয়, বিশ্বনাথ, সিলেট, (চ)অফিসার ইনচার্জ, বিশ্বনাথ থানা, সিলেট, (ছ) সোনালী ব্যাংক লিমিটেড, বিশ্বনাথ শাখা, সিলেট।

০২। দরপত্র দাখিলের স্থানঃ (ক) জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), সিলেট (খ) পুলিশ সুপারের কার্যালয়, সিলেট। (গ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিশ্বনাথ, সিলেট, (ঘ) সহকারী কমিশনার (ভূমি) বিশ্বনাথ এর কার্যালয়, সিলেট, (ঙ) বিশ্বনাথ পৌরসভা কার্যালয়, বিশ্বনাথ, সিলেট, (চ) অফিসার ইনচার্জ, বিশ্বনাথ থানা, সিলেট।

০৩। দরপত্র সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্তভাবে পরিচালিত হবে ।

পর্যায় সিডিউল ফরম বিক্রির

শেষ তারিখ ও সময়

দরপত্র দাখিলের

তারিখ ও সময়

দরপত্র খোলার তারিখ

ও সময়

মন্তব্য
১ম পর্যায় 28-০২-২০২২ খ্রি:

15 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ বিকাল ০৫:০০ টা পর্যন্ত

01-০3-২০২২ খ্রি:

16 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ বেলা : ১.০০ ঘটিকা পর্যন্ত।

01-০3-২০২২ খ্রি:

16 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ বিকাল : ৩.৩০ ঘটিকা।

 

 

২য় পর্যায় 14-০৩-২০২২ খ্রি:

২9 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ

বিকাল ০৫:০০ টা পর্যন্ত

15-০৩-২০২২ খ্রি:

30 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ

বেলা : ১.০০ ঘটিকা পর্যন্ত।

15-০৩-২০২২ খ্রি:

30 ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ

বিকাল : ৩.৩০ ঘটিকা।

প্রথম পর্যায়ে অ-ইজারাকৃত হাট-বাজার/ বাজারসমূহ
৩য় পর্যায় 29-০৩-২০২২ খ্রি:

15 চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

বিকাল ০৫:০০ টা পর্যন্ত

30-০৩-২০২২ খ্রি:

16 চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

বেলা : ১.০০ ঘটিকা পর্যন্ত।

30-০৩-২০২২ খ্রি:

16 চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

বিকাল : ৩.৩০ ঘটিকা

২য় পর্যায়ে অ-ইজারাকৃত হাট-বাজার/বাজারসমূহ

 বি:দ্র: দরপত্র খোলার নির্ধারিত তারিখ ও সময়ে দরপত্র দাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে। তবে দরপত্র অন্য কোন দপ্তরে জমা পড়লে তা সংগ্রহক্রমে একই সাথে সকল দরপত্র খোলা হবে।

1429 বাংলা সনের জন্য ইজারাযোগ্য হাট-বাজারের তালিকা

ক্রমিক নং বাজারের নাম বিগত ০৩ (তিন) বছরের গড় মূল্য কাঙ্খিত সরকারি ইজারা মূল্য (৬% বর্ধিত হারে) সিডিউল মূল্য
01 বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজার 18,31,624/- 19,41,522/- 4,600/-
02 কালিগঞ্জ বাজার 848/- 899/- 500/-
03 হাবড়া নতুন বাজার 500/- 530/- 500/-
04 হাবড়া পুরান বাজার 76,345/- 80,926/- 500/-

(স্বাক্ষরিত)

নুসরাত জাহান

প্রশাসক

বিশ্বনাথ পৌরসভা, সিলেট।

হাট-বাজার ইজারার শর্তাবলী

০১। ১৪২৯ বঙ্গাব্দ সনের ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১ (এক) বছর মেয়াদকালের জন্য হাট-বাজার ইজারা দেয়া হবে।

০২। দরপত্র দাতাকে দরপত্রের সাথে দরপত্রে উল্লেখিত দরের ৩০% অর্থ জামানত হিসেবে যে কোন তফসিলী ব্যাংক হতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর অনুকূলে জমা দিতে হবে। অন্যথায় দাখিলকৃত দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। জামানতের অর্থ হতে ২৫% অর্থ ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসেবে সংরক্ষিত থাকবে। ইজারা গ্রহীতা নিয়মিত হাট বাজার নিজ খরচে পরিস্কার পরিচ্ছন্ন না করলে বা বাজারের অন্য কোন ক্ষতি সাধন করলে উক্ত জামানত হতে ব্যয় মিটানো হবে। বৎসর সমাপনান্তে অব্যবহৃত টাকা জমাকারীর বরাবরে প্রত্যার্পণ করা হবে।

০৩। যার দরপত্র গৃহীত হবে, দরপত্র গৃহীত সংবাদ অবহিত হওয়ার ০৭(সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উল্লেখিত দরের অবশিষ্ট ৭৫% অর্থ, মোট দাখিলকৃত দরের উপর অতিরিক্ত ১৫% ভ্যাট ও 10% আয়কর অবশ্যই একইসাথে পরিশোধ করতে হবে। অন্যথায় হাট-বাজার ইজারা গ্রহণের জন্য জমাকৃত জামানত বাজেয়াপ্তকরণপূর্বক পুনরায় উক্ত হাট-বাজারের ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে।

০৪। প্রাপ্ত দরপত্রের সর্বোচ্চ দর গ্রহণ করা হবে এবং উক্ত অংক যদি সংশ্লিষ্ট হাট-বাজারের সরকারি মূল্য হতে কম হয় তা হলে পুণরায় দরপত্র আহ্বান করা হবে।

০৫। এক বাজারের জন্য ক্রয়কৃত দরপত্র সিডিউল অন্য বাজারের জন্য দরপত্র হিসেবে ব্যবহার করা যাবেনা। দরপত্র দাখিলের দিন কোন দরপত্র সিডিউল বিক্রি করা হবে না। এক পর্যায়ের জন্য বিক্রয়কৃত দরপত্র অন্য পর্যায়ের অন্তর্ভূক্ত বাজারের দরপত্র হিসেবে ব্যবহার করা যাবে না।

০৬। খামের উপর দরপত্র দাতার নাম, ঠিকানা ও বাজারের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

০৭। সরকার অনুমোদিত টোল রেট অনুযায়ী টোল আদায় করতে হবে। বিনা রশিদে টোল আদায় করা যাবে না। ইজারাদার কর্তৃক নিজ খরচে বাজারের দৃশ্যমান একাধিক স্থানে টোল চার্ট টাঙ্গাইয়া প্রচার করবেন।

০৮। অত্র বিজ্ঞপ্তির তালিকায় বর্ণিত ০১, ১৮ ক্রমিকে উল্লেখিত হাট বাজারে সপ্তাহের অনুমোদিত দিনে গবাদি পশুর হাট বসানো যাবে এবং উল্লেখিত হাট-বাজারে কেবলমাত্র পবিত্র ঈদ-ঊল আযহা/২০২২ উপলক্ষে সপ্তাহের অনুমোদিত দিনে গবাদি পশুর হাট বসানো যাবে। অন্য কোন হাট-বাজারে গবাদি পশুর হাট বসানো যাবে না। অন্য কোন হাট-বাজারে গবাদি পশুর হাট বসাতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

০৯। প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক সীল মোহরকৃত খামে দরপত্র দাখিল করতে হবে এবং দরপত্রের প্রতি পৃষ্ঠায় দরপত্র দাতা কর্তৃক স্বাক্ষর ও সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে।

১০। ইজারাদার কোনক্রমেই হাট-বাজার অন্যের নিকট সাবলিজ দিতে পারবেন না। যদি এ ধরণের কোন প্রকার কার্যকলাপ পরিলক্ষিত হয় অথবা চুক্তিপত্রের শর্ত লংঘন করা হয় তাহলে ইজারা বাতিল বলে গণ্য হবে।

১১। ইজারার সমস্ত অর্থ (ভ্যাট, আয়করসহ) পরিশোধের ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ৩০০/=(তিনশত) টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ইজারাদার কর্তৃক ইজারা চুক্তি সম্পাদন করতে হবে।

১২। দুই বা ততোধিক দরপত্র দাতার দর সর্বোচ্চ বা একই হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩। ইজারাদারকে নিজ খরচে বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১৪। ইজারাদার নিজ খরচে সংশ্লিষ্ট বাজারের জন্য একটি পরিদর্শন রেজিষ্টার সংরক্ষণ করবেন।

১৫। কোন প্রকার ঘষা মাজা, কাটাকাটি লেখার উপর লেখা দরপত্র গ্রহণযোগ্য হবে না।

১৬। নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক হাট-বাজার ইজারা অনুমোদিত না হলে ইজারা বাতিল বলে গণ্য হবে এবং দখলকৃত সময়ে হারাহারিভাবে ইজারার অর্থ কর্তনপূর্বক বাকী জমাকৃত অর্থ ইজারাদারকে প্রদান করা হবে।

১৭। হাট-বাজারের ইজারার অনাদায়ী অর্থ সরকারী দাবী আদায় আইন অনুযায়ী সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায় করা হবে।

১৮। দরপত্র দাতাকে সরকার কর্তৃক সময় সময় জারীকৃত বিধিবিধান প্রতিপালন করতে হবে।

১৯। চুক্তিপত্রের যে কোন শর্ত লংঘন করা হলে ইজারা বাতিল বলে গণ্য হবে।

২০। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

 

(স্বাক্ষরিত)

নুসরাত জাহান

প্রশাসক

বিশ্বনাথ পৌরসভা, সিলেট।

বিশ্বনাথ পৌরসভায় স্বাগতম