নিউজ

বিশ্বনাথ পৌরসভা বাংলাদেশের সিলেট জেলার একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান । এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘গ’’ শ্রেনীভূক্ত পৌরসভা।

বিশ্বনাথ পৌরসভা তথ্য

বিশ্বনাথ পৌরসভা বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলারএকটি প্রবাসী অধ্যুষিত পৌরসভা। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় বিশ্বনাথ পৌরসভা অবস্থিত। পূর্বে: অলংকারী ও বিশ্বনাথ ইউনিয়ন পশ্চিমে: দৌলতপুর ইউনিয়ন উত্তরে: অলংকারী ও রামপাশা ইউনিয়ন দক্ষিনে: বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন। ২১ অক্টোবর ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভার অনুমোদন হয় এবং ০৫ ডিসেম্বর ২০১৯ বিশ্বনাথ পৌরসভা হিসেবে গেজেট প্রকাশ হয়। বিশ্বনাথ পৌরসভাটি বাসিয়া নদীর দুই তীর ঘেষে গড়ে ওঠেছে। এখানে প্রাচীনকাল থেকে জন বসতি গড়ে ওঠে। এ অঞ্চলে প্রাচীন বৌদ্ধ বসতি বিদ্যমান ছিলো। পরবর্তীতে সিলেটে হযরত শাহ জালাল (র:) এর আগমনের ফলে মুসলিম জন বসতি গড়ে ওঠে। তারপর একসময় সিলেটে বেশ কিছু ব্রাহ্মণ বসতি ও পরবর্তীকালে বৈদ্য কায়স্থ জনবসতি গড়ে ওঠে। হযরত শাহ জালালের (র:) সহগামী অনুগামী অলি-আউলিয়াদের বেশ কটি মাজার এখানে বিদ্যমান। সিলেটের মধ্যে প্রবাসি অধ্যুষিত এলাকার একটি এই বিশ্বনাথ।
যোগাযোগ

পৌরসভার নাম: বিশ্বনাথ পৌরসভা

জেলা: সিলেট

বিভাগ: সিলেট

শ্রেণী:

মোবাইল: 01711250079

ইমেইল: bishwanathpaurashava@gmail.com

ওয়েবসাইট: https://bishwanathpaurashava.gov.bd

ম্যাপ